বিহার স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। পরীক্ষাগুলি ২৩ এবং ২৪ ডিসেম্বর ২০২২-এ হওয়ার কথা ছিল৷ প্রশ্ন ফাঁসের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর ফলে চাকরিপ্রার্থীরা বিহার স্টাফ সিলেকশন কমিশনকে সমস্ত পরীক্ষা বাতিল করতে বলেছিলেন৷
প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চাকরিপ্রার্থীরা বুধবার পাটনার রাস্তায় বিক্ষোভ করেন। ডাকবাংলো ক্রসিংয়ে বিহার স্টাফ সিলেকশন কমিশন (BSSC)-এর চাকরিপ্রার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। প্রশাসনের এই ভূমিকায় বিএসএসসি পরীক্ষার্থীরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। চাকরিপ্রার্থীরা জানান অবিলম্বে তাঁদের অভিযোগের সমাধান না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – মিরর নাও
প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের লাঠিচার্জ পাটনায়

মতামত দিন