রাজ্য বাজেটে বুধবার ৩ শতাংশ ডিএ ঘোষনা করল সরকার। মার্চ থেকে এই ডিএ কার্যকর হবে। কিন্তু এই সামান্য বর্ধিত হারে ডিএ নিয়ে অসন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীদের বিশাল অংশ।
পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বিক্ষোভকারীরা একটি বৈঠক ডাকেন। এই মুহূর্তে রাজ্য-কেন্দ্র ডিএ ফারাক দাঁড়িয়েছে ৩৫ শতাংশ। এই ডিএ ঘোষনার বিরোধিতায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা এদিন মিছিল করেন। অনশনও চলছে।
এদিন সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে এক আন্দোলনারী জানান যে, তিনজন এখনও পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। রাজ্য সরকারের এই ৩ শতাংশ ডিএকে সরকারি কর্মীদের ভিক্ষা দেওয়া হল বলেও জানান তিনি। আন্দোলনকারীরা স্পষ্ট জানান তাঁরা আন্দোলন আরও তীব্র করতে চলেছেন।
সূত্র- টিভি ৯ বাংলা
বাজেটে ঘোষিত ডিএ ইস্যুতে ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা

মতামত দিন