হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা কেন্দ্রীয় বাজেটকে গরিব বিরোধী ও কৃষক বিরোধী আখ্যা দিলেন। তাঁর মতে এই বাজেটের ফলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বাড়বে। শ্রমিক, সাধারণ কর্মচারী ও ছোট ব্যবসায়ীদের প্রকল্পগুলিতে সরকার অর্থ কমিয়েছে। বাজেটে কোনও অর্থ ঘোষণা না করায় হরিয়ানা আবারও খালি হাতে ফিরল বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে হুডা বলেন বাজেটে পুরোনো পেনশন স্কিম ও এমএসপির দাবি নিয়ে কোনও ঘোষণা ছিল না। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়নি।
সূত্র – দ্য ট্রিবিউন
কেন্দ্রীয় বাজেট বেকারত্ব বাড়াবে: ভূপিন্দর সিং হুডা

মতামত দিন