প্রায় দেড়মাস হতে চলেছে। শিক্ষক-অশিক্ষক কর্মীদের আন্দোলন চলছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশোনা। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের ভিতরে ধরনা বরদাস্ত করবে না আদালত। পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি করে ধরনার কোনও অধিকার নেই বলে মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
বুধবার তিনি আসানসোলের সিপি সুধীর কুমার নীলকান্তকে নির্দেশ দেন, দ্রুত পদক্ষেপ করতে হবে। ধরনা মঞ্চ ক্যাম্পাসের ভিতর থেকে সরাতে হবে। বিচারপতি পুলিশকে নির্দেশ দেন, প্রয়োজনে শক্তি ব্যবহার করতে হবে। তবে বিচারপতি জানান, মেইন গেট থেকে ৫০ মিটার দূরে ধরনা চলতে পারে। সেক্ষেত্রে কোনওভাবে শিক্ষক, পড়ুয়াদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া যাবে না।
সূত্র- টিভি নাইন বাংলা
নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে ‘কড়া’ বিচারপতি

মতামত দিন