নিজস্ব প্রতিনিধি: নিয়োগের আগে চাকরিপ্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা। কিন্তু সেই পরীক্ষা না হয়েই হয়েছে নিয়োগ। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী। এদিন সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি তা স্পষ্ট।
তিনি এদিন নির্দেশ দেন বিভিন্ন জেলায় যারা ইন্টারভিউ নিয়েছেন তাঁদের মধ্যে ১০ জনকে আদালতে হাজিরা দিতে হবে।
প্রাথমিক নিয়োগে দুর্নীতি, নেওয়া হয়নি অ্যাপটিটিউড পরীক্ষা

মতামত দিন