নিজস্ব সংবাদদাতা: বন্দর শিল্পের বেসরকারিকরণের বিরুদ্ধে শুক্রবার কলকাতায় তীব্র প্রতিবাদ জানালেন বন্দর কর্মচারী ও শ্রমিকরা। মেজর পোর্ট অথরিটি অ্যাক্ট ২০২১-এর প্রত্যাহারের দাবিতে সোচ্চার হলেন তাঁরা। এছাড়াও সমস্ত শূন্যপদ পূরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস-সহ অন্যান্য দাবিতেও এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তাঁরা।
বন্দর শিল্পে বেসরকারিকরণ হলে আগামী দিনে বহু শ্রমিক-কর্মচারী কাজ হারাবেন বলেও আন্দোলনকারীরা আশঙ্কা প্রকাশ করেন। এদিন ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের ডাকে দিনভর অবস্থান সমাবেশ চলে কলকাতা বন্দরের সদর দফতরের সামনে।
বন্দর কর্মীরা বলেন বন্দর আদানিদের মতো শিল্পপতিদের হাতে চলে গেলে মাশুল ধার্যের ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ থাকবে না। কর্মীরা জানান, তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন।
বেসরকারিকরণের বিরুদ্ধে বন্দর কর্মীদের বিক্ষোভ

মতামত দিন