নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিবারের একজনের চাকরি নিশ্চিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ২০১২ সাল পর্যন্ত এই নিয়ম লাগু থাকলেও ১০ বছর আগে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পুরনো নিয়ম চালু করার দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত ব্যানার্জি জানিয়েছেন, “কোন অজ্ঞাত কারণে এই প্রক্রিয়া বন্ধ আমরা জানি না। এই নিয়ে ১০ বছর লাগাতার আন্দোলনের পরেও কর্তৃপক্ষ ও সরকারের কোনও হেলদোল নেই। তাই আগামী ৩ ফেব্রুয়ারি এই ধর্মঘট ডাকা হয়েছে”।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৩ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক

মতামত দিন