পঞ্চকুলার সেক্টর ৫-এ হরিয়ানা পুলিশ পদের চাকরিপ্রার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২৯ নভেম্বর থেকে। তাঁদের অভিযোগ, ২০১৯-এ হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবলের ৬৬০০টি শূন্যপদের জন্য পরীক্ষায় তাঁরা কৃতকার্য হন। কিন্তু কাজে যোগদানের সময় কিছু পরীক্ষার্থী আদালতে মামলা করায় কৃতকার্য চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে যায়। এই বিষয়টি এখনও আদালতের বিচারাধীন।
নিয়োগ আটকে যাওয়া চাকরিপ্রার্থীদের দাবি, আদালতে এই মামলায় সরকার তাঁদের অবস্থান মজবুত করুক এবং যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি হোক। আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আমরা নভেম্বর থেকে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছি। হরিয়ানা সরকারের উচিত মামলাকারী চাকরিপ্রার্থীদের সমস্ত বিষয়টি স্পষ্ট করা। কিন্তু সরকার এত সময় নেওয়ায় যোগ্য চাকরিপ্রার্থীরা বিপাকে পড়েছে”।
সূত্র – পাঞ্জাব কেশরী হরিয়ানা
হরিয়ানায় পুলিশ কনস্টেবল পদের দাবিতে বিক্ষোভ

মতামত দিন