সম্প্রতি অ্যামাজনে গণছাঁটাইয়ের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার এতদিন নিরুত্তাপ ছিল। আর তাই এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল দেশের যুবসমাজের। আর তারই চাপে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক অ্যামাজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল।
প্রসঙ্গত, গণছাঁটাইয়ের অভিযোগ পেয়ে অ্যামাজনকে নোটিশ পাঠায়। তার উত্তরে অবশ্য আমাজনের তরফে বলা হয়েছে, কাউকে ছেঁটে ফেলা হয়নি। কয়েকজন কর্মী স্বেচ্ছায় সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন। এই জবাবে সন্তুষ্ট না হয়েই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রমমন্ত্রকের মতে, বেশ কয়েকটি ক্ষেত্রে শ্রমিক আইন লঙ্ঘন করেছে অ্যামাজন। সেই তথ্য জানতেই তদন্ত চালানো হবে।
যদিও অ্যামাজনের তরফ থেকে বলা হয়েছে, কোনো কর্মীকে ছাঁটাই করা হয়নি। স্বেচ্ছায় কোম্পানি থেকে সরে যাওয়ার সুযোগ রয়েছে কর্মীদের কাছে। কর্মীদের মধ্যে কয়েকজন স্বেচ্ছায় অবসর নিয়েছেন। কিন্তু নাইটসের প্রেসিডেন্ট হরপ্রীত সিং সালুজা বলেন,”কর্মীদের স্বেচ্ছায় কোম্পানি ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। যারা এতে রাজি হননি তাদের রীতিমত হুমকি দেওয়া হয়। বলা হয়, অবসরকালীন সুযোগ-সুবিধা তাঁরা পাবেন না। এই কারণেই স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হন কর্মীরা।“ এই অভিযোগের পরই তদন্ত প্রক্রিয়া শুরু করতে একপ্রকার বাধ্য হয় কেন্দ্রীয় সরকার।
সূত্র- সংবাদ প্রতিদিন
যুবসমাজের চাপে অ্যামাজনের গণছাঁটাইয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকারের

মতামত দিন