নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কক্ষেত্রে সাধারণ কর্মচারীদের ওপর কর্তৃপক্ষের আক্রমণ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে শেষ হল সেন্ট্রাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার একাদশ সর্বভারতীয় সম্মেলন। রবিবার কলকাতার অজিত সেন ভবনে কমরেড গিয়াসুদ্দিন আহমেদ-এর নামাঙ্কিত মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বিইএফ, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক জয়দেব দাশগুপ্ত। এদিনের সম্মেলনে সেন্ট্রাল ব্যাঙ্ক কর্মচারী আন্দোলনের পুরোধা তিন বর্ষীয়ান নেতা ও উপদেষ্টা রমেন্দ্রমোহন রায়, জহর মুখার্জি এবং সিয়াবুদ্দিনকে সম্বর্ধনা দেওয়া দেওয়া হয়। সম্মেলন থেকে কর্মী নিয়োগের দাবি-সহ তিনটি বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।
বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন ব্যাঙ্ককর্মীরা

মতামত দিন