মোদি সরকারের আমলে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্র যতই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলুক, বাস্তব অবস্থা তার থেকে ভিন্ন। বিভিন্ন রিপোর্টে ধরা পড়েছে কাজের বাজারের বেহাল দশাও। যার মূল কারণ, কৃষি বাদে অন্যান্য ক্ষেত্রগুলির চাঙা হতে না পারা। এবার চলতি অর্থবর্ষে গ্রামোন্নয়ন মন্ত্রক বরাদ্দ বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে সামলানোর চেষ্টা করছে।
এই অর্থবর্ষের বাজেটে গ্রামের বিভিন্ন প্রকল্পে ১.৩৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। কমানো হয় ১০০ দিনের কাজের টাকা। সূত্রের খবর, সেই বরাদ্দই বাড়িয়ে ১.৬০ লক্ষ কোটি করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে গ্রামে কৃষির বাইরে ১০০ দিনের প্রকল্পের টাকা গ্রামের মানুষদের রোজগারের বড় ভরসা। সেই ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ টাকা কমিয়েছিল কেন্দ্র সরকার। যার ধাক্কায় বেসামাল অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন মোদি সরকারের অস্বস্তি বাড়তে পারে টের পেয়ে তড়িঘড়ি গ্রামোন্নয়নের বরাদ্দ বাড়ানোর কথা ভাবছে সরকার।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
গ্রামাঞ্চলে ভয়াবহ বেকারত্ব, বরাদ্দ বাড়িয়ে সামলানোর চেষ্টা কেন্দ্রের

মতামত দিন