চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই তৃনমূল নেতা ইতিমধ্যে আলিপুরদুয়ার শহর ও জেলার বিভিন্ন এলাকার শিক্ষিত যুবকদের কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। টাকা নিলেও কাউকে চাকরি দেননি বলে অভিযোগ। উল্টে টাকা চাইতে গেলে ওই তৃণমূল নেতা প্রতারিত যুবকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম বিপ্লব কুমার ঘোষ। তিনি একসময় কিসান ক্ষেত মজুর কমিটির জেলা সম্পাদক ছিলেন। এবং প্রতিটি নির্বাচনে ১২/১১১ বুথের দায়িত্ব সামলাতেন।
ঘটনার শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে। ২০১৯ সাল পর্যন্ত বহু চাকরি প্রার্থীর কাছ থেকে নগদে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ বিপ্লবের বিরুদ্ধে। তিনি টাকা নেওয়ার জন্য আলিপুরদুয়ারে বেশ কয়েকজন এজেন্টও নিয়োগ করেছিলেন। সেই এজেন্টের মাধ্যমে তার হাতে পৌঁচ্ছে যেত লক্ষ লক্ষ টাকা।
সূত্র- টিভি নাইন বাংলা
চাকরির নামে প্রতারণা! ৫ কোটি টাকা হাতানোর অভিযোগ আলিপুরদুয়ারের তৃণমূল নেতার বিরুদ্ধে

মতামত দিন