সোশ্যাল মিডিয়ায় ডিএলএডের প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে তদন্ত শুরু করছে সিআইডি। কিন্তু এই ঘটনার পিছনে কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা, সেই ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টা থেকে ডিএলএড পরীক্ষা শুরু হলেও তার এক ঘণ্টা আগে প্রশ্নপত্রের কিছু পৃষ্ঠা ছড়িয়ে পড়ে। এই ঘটনা জানাজানি হতে রাজ্য সরকার মঙ্গলবার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। এরপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল গণমাধ্যমকে বলেন, “আমরা মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। এটা ফাঁস নয়, বিশ্বাসঘাতকতা। এর পেছনে কে আছে আমরা অবশ্যই খুঁজে বের করব। আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করব”।
প্রাথমিক শিক্ষা বোর্ড চালাচ্ছে অভ্যন্তরীণ তদন্ত

মতামত দিন