নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়া জেলায় সরকারি শূন্যপদে নিয়োগ দুর্নীতি নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিসন বেঞ্চ এই নির্দেশ দিয়ে সিআইডি ডিজি’কে ২১ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ২০১২ সালে সরকারি দপ্তরে সাফাই কর্মী এবং নাইটগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। দুই প্রার্থী আদালতে অভিযোগ করেছেন, এই নিয়োগ নিয়ে ইচ্ছাকৃত গরমিল করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় খুব ভালো পরীক্ষা দিয়েও চাকরির সুযোগ মেলেনি। এই অভিযোগের সঙ্গেই যুক্ত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির ভুল। সেখানে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে কোথাও ‘সাফাইকর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, এই নিয়োগকে কেন্দ্ৰ করে বাঁকুড়া জেলা মুখ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য ছিল। মামলার অগ্রগতি না হওয়ার কারণে ফের ডিভিসন বেঞ্চে শুনানি শুরু হয়েছে। ডিভিসন বেঞ্চ এই নিয়োগের বিষয়ে এদিন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।
নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিআইডি

মতামত দিন