সিসকো প্রযুক্তি সংস্থা এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। ইতিমধ্যেই তারা ৪ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ট্যুইটার, অ্যামাজন ও মেটা ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে সিসকো প্রযুক্তি সংস্থা। সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি সংস্থাটি তার মোট কর্মশক্তির ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে। উল্লেখ্য, সিসকো সংস্থাটিতে ৮৩৩০০ জন কর্মী বর্তমানে কাজে নিযুক্ত রয়েছেন। বহু ভারতীয় এখানে কর্মরত। ছাঁটাই প্রক্রিয়ায় ভারতের অনেকে কাজ হারাবেন।
একজন ছাঁটাই হওয়া কর্মচারী পোস্ট করে লেখেন তাঁর দল থেকে ৪৫ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। এই ছাঁটাই প্রক্রিয়ার ফলে ৪৫০ জন কর্মী প্রভাবিত হয়েছেন বলেও লেখেন তিনি। সিসকো সংস্থার অন্য একজন কর্মচারীর কথায় বেশিরভাগ ব্যবসায়িক ইউনিট জুড়ে এই ছাঁটাইগুলি হয়েছে। সিসকো তথ্যপ্রযুক্তি সংস্থাটি খরচ কমানোর জন্য কর্মী সংকোচন বলে একটি বিবৃতিতে দাবি করেছে।
সূত্র – বিজনেস টুডে
প্রযুক্তি সংস্থা সিসকোয় চার হাজার ছাঁটাই

মতামত দিন