আম আদমি পার্টির কর্মী, বিক্ষ্যাত কমেডিয়ান খেয়ালি সাহরান ২৫ বছরের মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছেন ১৬ মার্চ। যুবতিকে চাকরি দেওয়ার নামে জয়পুরের মানসরোবর এলাকার একটি হোটেলেন নিয়ে গিয়ে সোমবার তাঁকে ধর্ষণ করে খেয়ালি, এমনটাই জানিয়েছিলেন নির্যাতিতা।
পুলিশ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, মহিলাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে তারপর নিজে মদ্যপ অবস্থায় ধর্ষণ করে ওই মহিলাকে। মানসরোবর থানার সাব ইন্সপেক্টর সন্দীপ যাদব জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আইপিসির ৩৭৬ ধারা লাগু করা হয়েছে এবং তদন্ত চলাচ্ছে পুলিশ।
আম আদমি পার্টির রাজ্য মুখপাত্র যোগেন্দ্র গুপ্ত সংবাদ মাধ্যমকে বলেছেন, “আপের লক্ষ্য জন কর্মী আছে তার মধ্যে অন্যতম একজন হলেন খেয়ালি। তিনি ব্যক্তিগত জীবনে কি করেছেন তার সঙ্গে পার্টির কোনও সংযোগ নেই।”
সূত্র- ডেকান হেরাল্ড
চাকরি দেওয়ার নামে ধর্ষণ, অভিযুক্ত আপ নেতা

মতামত দিন