বৃহস্পতিবার কংগ্রেস নেতা ভূপিন্দর সিংহ হুডা বলেন যে হরিয়ানার বিজেপি সরকার কর্মসংস্থান ও উন্নয়নের ভাবনায় একেবারেই ব্যর্থ।
হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা অভিযোগ জানান যে সরকার দশ লক্ষ পরিবারের রেশন কার্ড বাতিল করেছে। হরিয়ানা সরকারের ঋণ বর্তমানে ৩.২৫ লক্ষ কোটি টাকা এবং অন্যান্য দায় প্রায় ১.২২ লক্ষ কোটি টাকা। হরিয়ানায় বেকারত্বের হার ৩৭ শতাংশের বেশি।
সম্প্রতি হরিয়ানায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কৃষক, শ্রমজীবী, মহিলা, বেকার যুবসমাজ সকলে অংশগ্রহণ করেন। রাজ্যের সাতটি জেলার মধ্যে দিয়ে ভারত জোড়ো যাত্রা যাবার সময় মানুষেরা সেখানকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।
সূত্র – দ্য প্রিন্ট
হরিয়ানায় বেকারত্ব নিয়ে তোপ দাগলেন ভূপিন্দর সিং হুডা

মতামত দিন