এবার রাজ্যসভায় বেকারত্বের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন। রাজ্যসভার সাধারণ সম্পাদককে একটি চিঠিতে তিনি লেখেন, “ভারতে তরুণরা সংখ্যায় সবচেয়ে বেশি। এই তরুণদের মধ্যে শতকরা ৬০ শতাংশ কর্মহীন। ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ৪২ শতাংশ কর্মহীন। বর্তমানে দেশে বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরে বেকারত্বের হার ৮.৩ শতাংশ যা কিনা এক বছরে সবচেয়ে বেশি হওয়ার রেকর্ড গড়েছে। এছাড়াও মহিলাদের ওপর বেকারত্বের প্রভাব মারাত্মকভাবে পড়েছে। মহিলাদের শ্রমশক্তি ২৬ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমে এসেছে”। বেকার এবং মহিলাদের প্রতি তাঁর উদ্বেগের কথা রঞ্জিত রঞ্জনের লেখা চিঠিতেই ধরা পড়েছে।
যদিও বেকারত্বের ইস্যুতে কেন্দ্রীয় সরকার উদাসীন। উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে মোদি সরকার বছরে ২ কোটি লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিই সার। চাকরি তো দূরস্থান, বর্তমানে প্রচুর মানুষ কাজ হারাচ্ছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ রঞ্জিত রঞ্জনের এই চিঠি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সূত্র – এএনআই
রাজ্যসভায় বেকারত্বের বিরুদ্ধে সরব কংগ্রেস সাংসদ

মতামত দিন