নির্মীয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক কর্মীর। মৃতের নাম ভুরি সিংহ (৪৫)। ঘটনাটি গুরুগ্রামের সেক্টর ৯ এলাকার। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিশ্রমিক টাকা চাইছিলেন তিনি। কিন্তু বাড়ির মালিক এবং তাঁর স্ত্রী বার বার ওই কর্মীকে ফিরিয়ে দিচ্ছিলেন। পাওনা টাকা নিয়ে বচসাও হচ্ছিল প্রায় প্রতিদিনই। সেই বচসার জেরেই কর্মীকে ধাক্কা মেরে পাঁচ তলা থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছেন মৃতের আত্মীয়। ওই বাড়ির মালিক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে তোলা হয়েছে খুনের অভিযোগ। বচসার সময় তাঁরাই ধাক্কা মেরে যুবককে নিচে ফেলে দিয়েছেন, জানিয়েছে মৃতের পরিবার। তফসিলি জাতি ও উপজাতি আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। সেক্টর ৯ থানার স্টেশন হাউস অফিসার মনোজ কুমার বলেন, ‘‘আমরা মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
সূত্র – আনন্দবাজার পত্রিকা
পাওনা টাকা চাওয়ায় খুন হলেন নির্মাণ শ্রমিক

মতামত দিন