নিজস্ব প্রতিনিধি: আইনি প্রাপ্যের দাবিতে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হল ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল। বুধবার সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন অস্থায়ী কর্মচারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পিএফ বাবদ ঠিকাদার সংস্থা টাকা কাটলেও প্রায় আড়াই বছর ধরে কোনো স্লিপ দেওয়া হয়নি। এছাড়াও শারদোৎসবে বোনাস দেয়নি। নতুন ঠিকাদার সংস্থা প্রত্যেকের বেতন গড়ে ১ হাজার টাকা থেকে বারশো টাকা কমিয়ে দিতে চাইছে।
এই অভিযোগগুলিকে সামনে রেখে এদিন সকাল ৯টা থেকে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে দুপুর ২টো নাগাদ অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন তাঁদের দাবি মানা না হলে ভবিষ্যতে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
ডায়মন্ড হারবারের হাসপাতালে কর্মীদের বিক্ষোভ

মতামত দিন