কলেজে চাকরি করছেন ১৫ বছর। কিন্তু বেতন এখনও ২ হাজার টাকা। এই অবস্থায় বিপাকে পড়েছেন রূপনারায়ণপুরের নজরুল সেন্টেনারি পলিটেকনিক কলেজের তিন জন অস্থায়ী কর্মী। তাঁদের বক্তব্য, এই সামান্য বেতনে মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালাতে তাঁরা হিমশিম খাচ্ছেন। কেউ আবার অবসরে দিনমজুরির কাজ করছেন বেশি আয়ের আশায়। তবে এই কলেজের পাশাপাশি রাজ্যের আরও বিভিন্ন কলেজে কারিগরি শিক্ষা দফতরের অনুমোদন নিয়ে নিয়োগ করা এমন প্রায় ১৩০ জন অস্থায়ী কর্মী রয়েছেন, যাঁদের বেতন মাসে মাত্র দু’হাজার টাকা।
এই সমস্যার সমাধান কবে হবে, সে দিকেই তাকিয়ে রাজ্যের পলিটেকনিক কলেজের অস্থায়ী কর্মীরা। এই বিষয়ে রূপনারায়ণপুরের নজরুল সেন্টেনারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ফারুক আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কয়েকবার কারিগরি শিক্ষা দফতরের কাছে ওঁদের বেতন বৃদ্ধির সুপারিশ করে চিঠি লিখেছি। ইতিবাচক সাড়া আসেনি।”
সূত্র- আনন্দবাজার পত্রিকা
কলেজে ১৫ বছর চাকরি করেও বেতন বাড়েনি, বিপাকে রাজ্যের অস্থায়ী কর্মচারীরা

মতামত দিন