শ্রমিকদের অমীমাংসিত সমস্যা সমাধান ও আলোচনার জন্য এবার ১০টি কেন্দ্রীয় শ্রম ইউনিয়ন যৌথভাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদবকে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সর্বভারতীয় শ্রম সম্মেলন (ILC) অনুষ্ঠিত করার দাবি করেছে।
প্রসঙ্গত, সর্বভারতীয় শ্রমিক সম্মেলন শেষবারের মতো ২০১৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয়। প্রতিবছর ১ বার এই সম্মেলন বাধ্যতামূলক হলেও ইউনিয়ন সরকার এই সম্মেলনের বিষয়ে সম্পূর্ণ উদাসীন। সরকারের এই মনোভাব দেখে শ্রমিক সংগঠনগুলো যারপরনাই ক্ষুব্ধ।
বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো তাঁদের যৌথ বিবৃতিতে ভূপেন্দর যাদবকে জানিয়েছে, “আমরা আপনাকে এই সম্মেলন দ্রুত সংগঠিত করার জন্য আহ্বান করছি এবং সর্বভারতীয় শ্রমিক সম্মেলনের এজেন্ডা নির্ধারণের জন্য সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং নিয়োগকর্তাদের সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে স্থায়ী শ্রম কমিটির সভাও অবিলম্বে ডাকতে অনুরোধ করছি।“
এছাড়াও ১০টি শ্রমিক ইউনিয়ন মিলে চারটি শ্রম কোড বাতিলের দাবি করেছে।
সূত্র- দ্য ট্রিবিউন
স্থগিত থাকা সর্বভারতীয় শ্রম সম্মেলন (ILC) অনুষ্ঠিত করার দাবি শ্রমিক সংগঠনগুলির

মতামত দিন