নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রের পরিকাঠামো নির্মাণে পরিযায়ী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও রাজ্যের বাইরে বিভিন্ন পেশায় নিযুক্ত এই শ্রমিকরা। এ রাজ্যে কত পরিযায়ী শ্রমিক রয়েছেন তার কোনও তথ্য সরকারিভাবে নেই। সংগঠনের দাবি, রাজ্যের ২২ টি জেলায় ৬০ থেকে ৭০ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। প্রতিটি দূরপাল্লার ট্রেন লক্ষ্য করলেই বোঝা যায় প্রতিদিন কত শ্রমিক আসা যাওয়া করছেন। এই শ্রমিকরা বিভিন্ন বিপদের মুখোমুখি অন্য রাজ্যে।
বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে লাগাতার হেনস্থা করা হচ্ছে। এই শ্রমিকদের সমস্যা সমাধানে বুধবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। পরিযায়ী শ্রমিকদের মিছিল জেলা শাসকের পৌঁছনোর আগেই বিশাল পুলিশ বাহিনী মিছিলের গতিরোধ করে। নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর ৭ জনের এক প্রতিনিধিদল জেলা শাসকের দপ্তরে যান এবং অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে দাবিগুলি নিয়ে আলোচনা করেন।
পরিযায়ী শ্রমিকদের ডেপুটেশন

মতামত দিন