এবার বাম শাসিত কেরালায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের হদিশ। সোমবার কেরলের কাসারগড থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, কেরালার বেকার যুবক-যুবতীকে বিদেশে ভিসা পাইয়ে দেওয়া এবং প্রযুক্তি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করেছে তারা। ধৃত দম্পতির নাম শারন্য শশীধরন এবং মানু। পুলিশ সূত্রে খবর, পুলিশের চোখে ধূলো দেওয়ার জন্য তারা তাদের ঠিকানা ঘন ঘন পরিবর্তন করত।
উল্লেখ্য, অ্যাক্রেডিটেড সোস্যাল হেলথ অ্যাক্টিভিস্টের কর্মীর ছেলেকে একটি জাল চাকরির নিয়োগপত্র এবং অন্যান্য চাকরি সংক্রান্ত নথি দিয়েছিল দম্পতি। প্রতারিত সেই ছেলেটির মা শারন্যর ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ টাকা পাঠান। কিন্তু উইপ্রো সংস্থার ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা আছে তাদের সংস্থা নিয়োগের যে কোনো পর্যায়ের জন্য কোনো অর্থকরীর লেনদেন লাগে না। তারপরেই গ্রেফতার হয় দম্পতি। হোসডার্গ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার ধৃত দম্পতিকে দু সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
সূত্র- অনমনোরমা
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, কেরলের দম্পতি গ্রেফতার

মতামত দিন