নিজস্ব সংবাদদাতা: ডিএ নিয়ে রাজ্য সরকারকে কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে বলল হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিসন বেঞ্চ বলেছে, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার প্রয়োজন। এব্যাপারে সরকারকেই উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে হবে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই আলোচনা বসার দিন স্থির করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৭ এপ্রিল রাখা হয়েছে।
বকেয়া ডিএ মিটিয়ে দেবার দাবি নিয়ে কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলনে রয়েছেন। ধর্মতলায় কর্মচারীদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থার মধ্যেই কর্মচারীরা একদিন ধর্মঘটের ডাক দিয়েছিলেন। বৃহস্পতিবার দপ্তরে দপ্তরে তাঁরা কর্মবিরতি পালন করেছেন। এই কর্মবিরতিকে বেআইনি ঘোষণা করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলের আইনজীবী রমাপ্রসাদ সরকার।
ডিএ নিয়ে কর্মচারীদের সঙ্গে রাজ্যকে বসতে নির্দেশ

মতামত দিন