নিজস্ব সংবাদদাতা: শ্রমিকের মৃতদেহ রাস্তার ধারে ফেলে যাওয়ার অভিযোগ উঠল গুজরাটের একটি কারখানার মালিকের বিরুদ্ধে। মৃতের নাম দেবদাস মান্ডি (১৭)। জাতীয় সড়কের পাশে পালসিট থেকে পলিথিন মোড়া অবস্থায় তার দেহ উদ্ধার করল মেমারি থানার পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় খুনের অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, দেবদাসের বাড়ি হুগলির দিগসুই গ্রামে। গুজরাটের রাজকোটে থাকত। রাজকোটে ফিরোজ নামে এক ব্যক্তির সিটিগোল্ড কারখানায় কাজ করত। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে, গুজরাট থেকে তাদের ফোন করে বলা হয়, গত বৃহস্পতিবার দেবদাস মান্ডি মারা গেছে। তার মরদেহ বাড়িতে পাঠানো হচ্ছে। এই খবর পাওয়ার পর পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকেরা হুগলির মগরা থানার দ্বারস্থ হন। এরপরই পালসিট এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে পলিথিনে মোড়া দেবদাসের মৃতদেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ।
পুলিশের কাছে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গুজরাটের রাজকোট এলাকায় ওই সিটিগোল্ড কারখানায় কাজ করলেও গত ৪ মাস ধরে দেবদাসকে কোনও বেতন দেওয়া হচ্ছিল না। তাকে বাড়িতে ফোনও করতে দেওয়া হত না। তাই তাকে খুন করা হয়েছে বলেই অনুমান পরিবারের লোকেদের।
মৃত শ্রমিকের দেহ ফেলে গেল রাস্তায়

মতামত দিন