এন্টারটেইনমেন্ট জায়েন্ট সংস্থা ডিজনির সিইও বব ইগের ফেব্রুয়ারিতেই জানিয়েছিলেন, খুব শিগগিরই সংস্থার ৭০০০ কর্মীকে ছাঁটাই করা হবে। তিন পর্যায়ের এই পরিকল্পনায় প্রথম ধাপ শুরু হতে চলেছে চলতি সপ্তাহেই। জানা গেছে, এই পর্বে চাকরিতে কোপ পড়বে মূলত ডিজনির মিডিয়া, সরবরাহ, ইএসপিএন, পার্ক এবং রিসর্ট বিভাগের কর্মীদের।
আমেরিকান কোম্পানির ডিজনির এই ছাঁটাই-এ ভারতে কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় দেশবাসী। কোম্পানি সূত্রে জানা গেছে, খরচ বাঁচাতে এবং কোম্পানির কৌশলগত পুনর্গঠন এর জন্যই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
ডিজনিতে ছাঁটাই, প্রভাবের অশঙ্কায় ভারতে

মতামত দিন