পুরসভায় নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার। আজ শুক্রবার মামলাটি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। তবে মামলাটি শুনল না ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট এদিন জানিয়ে দেয়, মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয় নয়। তাই এবার পুরসভায় নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলাটি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
উল্লেখ্য, পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপর মামলা গড়ায় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তবে মামলাটি বিচার্য বিষয় না হওয়ায় তা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। যেহেতু এই বেঞ্চ পুরসভা সংক্রান্ত মামলা শোনে না তাই স্বাভাবিক নিয়মেই মামলাটি চলে যাচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা খেল রাজ্য, মামলা শুনল না ডিভিশন বেঞ্চ

মতামত দিন