নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘ ভাতা এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে আজ বুধবার বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বিভিন্ন স্তরের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ২৮টি সংগঠন নিয়ে গঠিত ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ এই কর্মবিরতির ডাক দিয়েছে। এদিনের এই কর্মবিরতিতে পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সংহতি জানানো হয়।
এদিন বকেয়া ডিএ আদায়ের জন্য সরকারি কর্মচারীদের শহিদ মিনার ময়দানের অবস্থান ও আন্দোলনকে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও পূর্ণ সমর্থন করেছে। অধ্যাপকরাও বিভিন্নভাবে এই সরকারের আমলে তাঁদের ন্যায্য ডিএ ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই আন্দোলনে অংশ নিতে অধ্যাপক সমাজের কাছে আহ্বান জানায়।
ডিএ’র দাবিতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কর্মবিরতি

মতামত দিন