বৃহস্পতিবার সকালে সালানপু্রের অস্থায়ী নিরাপত্তারক্ষীদের কোনোরকম সতর্কতা ছাড়াই ইসিএল কর্তৃপক্ষ বরখাস্তের চিঠি পাঠায়। এই খবর ছড়িয়ে পড়তেই সমস্ত কয়লা খনি বন্ধ করে বিক্ষোভে নামেন অস্থায়ী কর্মীরা। যদিও কিছুটা সময় উৎপাদন বন্ধ রাখা হলেও পরে তা খুলে দেওয়া হয়। ইসিএল-এর বক্তব্য, অতিরিক্ত কর্মী হয়ে যাওয়ার দরুণ এই ছাঁটাই। নিরাপত্তা রক্ষীদের দাবি, ইসিএল ম্যানেজমেন্ট চুরি করার জন্যই টানা কুড়ি থেকে ত্রিশ বছর কাজের পরেও তাদের বসিয়ে দিচ্ছে। প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে ইসিএল-এর মোট ১১টি ইউনিটের অস্থায়ী নিরাপত্তারক্ষীদের বরখাস্ত করেছিল ইসিএল।
সূত্র- এই সময়
ইসিএল-এর নোটিশে এক দফায় চাকরি গেল ১৭৩ জন অস্থায়ী কর্মীর

মতামত দিন