নিজস্ব সংবাদদাতা: নৌকাযীবী শ্রমিকদের ওপর প্রশাসনিক জুলুমবাজি ও আক্রমণের প্রতিবাদে অভিনব নৌকা মিছিল করলো শ্রমিকরা। মঙ্গলবার সি আই টি ইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মিছিল সংগঠিত করা হয়। রূপনারায়ণ ও হুগলি নদীর সংযোগস্থল হাওড়া জেলার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি, নারনপুর, মায়াচর, হাওড়ার ডিহিমন্ডল ঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়ে এই মিছিল শেষ হয়।
নৌকা মিছিলে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ নৌকাজীবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী। শ্যামপুরের পাঁচসেরা গ্রামের কয়েকশো পরিবার বংশপরম্পরায় রূপনারায়ণ নদী থেকে সাদা বালি তোলার কাজে যুক্ত। কিন্তু বেশ কয়েক মাস ধরে পুলিশ প্রশাসন তাদের বিভিন্নভাবে হেনস্থা করে সাদা বালি তোলা বন্ধ করে দিয়েছে। ফলত তাদের জীবন জীবিকা এই মুহূর্তে সংকটের মুখে। এই দিনের নৌকা মিছিলের দাবি ছিল, অবিলম্বে তাদের থেকে রয়ালিটি নিয়ে নদী থেকে সাদা পালে তুলতে দেওয়া হোক।
পুলিশি জুলুমের প্রতিবাদে নৌকা মিছিল

মতামত দিন