এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৫০টি বেসরকারি ডিএলএড কলেজকে ডেকে পাঠাল ইডি। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কলেজের কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি নিয়ে ইডি দফতরে হাজির হন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে কলেজ কর্তৃপক্ষের নিয়ে আসা নথিও খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, রাজ্যের ৫৩০টি বেসরকারি কলেজ থেকে এককালীন ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে। এছাড়াও, বেসরকারি ডিএলএড কলেজ থেকে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের থেকে ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। সেসম্পর্কিত তথ্যই নথি খুঁজে বের করতে চাইছে ইডি। এছাড়া, কত জন পড়ুয়া অফলাইনে ভর্তি হয়েছিলেন, তাঁদের টাকা দিতে হয়েছিল কিনা, পাশাপাশি যাঁরা টাকা দিয়েছিলেন, তাঁদের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিনা, তা-ও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে ইডি ।
সূত্র- এডিটরজি
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেসরকারি ডিএলএড কলেজগুলিকে তলব ইডির

মতামত দিন