বাম শাসিত কেরালায় বেকারত্বের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা ও লোকসভার সাংসদ শশী থারুর। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন রাজ্যটিকে তরুণ প্রজন্মের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে হবে যাতে তাঁদের চাকরির জন্য বাইরে যেতে না হয়। চাঙ্গানাসেরির পেরুন্নাতে নায়ার সার্ভিস সোসাইটি (এনএসএস) সদর দফতরে ১৪৬তম মান্নাম জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
কেরালায় শিক্ষিত মানুষের সংখ্যা দেশের অন্যান্য রাজ্যের থেকে বেশি, তবু তাঁরা বেকারত্বের জ্বালায় পুড়ছেন। এটি কাম্য নয় বলেই জানান কংগ্রেস নেতা। তিনি আরও বলেন, “কেরালায় সবাই শিক্ষিত এবং দশম শ্রেণি উত্তীর্ণ, তবুও তাঁদের অনেকের চাকরি নেই”। স্বাভাবিকভাবেই এর ফলে কেরালার যুবসমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। শশী থারুর কেরালার একটি পরিসংখ্যান তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে যে ৯০০০ জন মেডিকেল স্নাতক-সহ ৩.৫ লক্ষ পেশাদার এবং প্রযুক্তিক্ষেত্রের চাকরিপ্রার্থী কেরালায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করেছেন।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেরালায় শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক: শশী থারুর

মতামত দিন