আসাম স্টেট ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়ার্কার্স ইউনিয়ন (এএসইএসডাব্লুইউ) তাদের বিভিন্ন দাবির সমর্থনে বৃহস্পতিবার গুয়াহাটির বিজুলি ভবনে বিক্ষোভ প্রদর্শন করেন। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এপিডিসিএল), আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেড (এইজিসিএল) এবং আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড (এপিজিসিএল)-এর শতাধিক কর্মী এএসইএসডাব্লুইউ-র ব্যানারে এই প্রতিবাদে অংশ নেন। পরে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্মার্ট মিটার স্থাপনের কারণে বেকার হয়ে পড়া সব অস্থায়ী মিটার রিডারদের স্থায়ী পদের জন্য প্রশিক্ষণ ও পুনর্নিয়োগ, ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রে আউটসোর্সিং বন্ধ করা, শিক্ষানবিশ হিসেবে থাকা কর্মীদের পূর্ণ বেতন, ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) বাতিল করে পুরোনো পেনশন স্কিম (ওপিএস) আবার চালু করা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এএসইএসডাব্লুইউ-র কার্যনির্বাহী সভাপতি নয়নজ্যোতি চক্রবর্তী বলেন, “আমাদের সমস্যা সমাধানে সরকারের উদাসীন মনোভাবের কারণে আমরা হতাশ।”
সূত্র – সেন্টিনেল আসাম
গুয়াহাটিতে বিদ্যুৎ সরবরাহ কর্মীদের বিক্ষোভ

মতামত দিন