নিজস্ব সংবাদদাতা: রান্নাঘরের উনুন থেকে শুরু করে টিভি, আলমারি-সহ শ্রমিক আবাসের সব কিছুই গুঁড়িয়ে দিল বুনো হাতি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের শ্রমিক মহল্লায়। জানা গেছে, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী মোরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে আসে বায়া গণেশ নামে কুখ্যাত একটি দাঁতাল। খাবারের খোঁজে চা-বাগানের শ্রমিক মহল্লায় হানা দেয় হাতিটি। শ্রমিক মহল্লায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। রয়লা পাইক ও পেরতুস মিন্জ নামে দুই শ্রমিকের ঘরবাড়ি ভেঙে তছনছ করে দেয়। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁতালটি।
তবে হাতির হামলার সময় কোনওরকমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক মহল্লার নির্দিষ্ট ওই দু’টি বাড়িতে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছিল বুনো হাতি। সকালেই গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে তাঁদের ত্রিপল ও কম্বল দেওয়া হয়েছে। শ্রমিক মহল্লার বাসিন্দারা হাতির হানার ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
শ্রমিক আবাসে হাতির হানা

মতামত দিন