টুইটার কর্ণধার ইলন মাস্ক সম্প্রতি কর্মী সংকোচনের কথা ঘোষণা করেছিলেন। মূলত খরচ কমাতেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছিল। এরই জেরে ভারতে ট্যুইটার বিপনন ও জ্ঞাপন (কমিউকিকেশন) বিভাগের কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্যুইটার ইন্ডিয়ার এক কর্মীর কথায়, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কর্মীরা অনেকেই এই ছাঁটাই সম্পর্কিত ইমেল পেয়েছেন। সূত্রের খবর, শুক্রবার থেকে খরচ কমানোর অজুহাতে মাস্ক প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। এর ফলে বিশ্বজুড়ে প্রায় ৩৭০০ কর্মী তাঁদের কাজ হারাবেন। অবশিষ্ট কর্মীদের তিনি অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র- ফার্স্ট পোস্ট
টুইটারে ভারতীয় কর্মীদের গণহারে ছাঁটাই, খরচ সংকোচনে এই প্রক্রিয়া চলবে বলে জানালেন ইলন মাস্ক

মতামত দিন