মালদায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল উত্তম ঘোষের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সুপার কার্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মী। জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মালদার পুখুরিয়া থানার লোখরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলি।
গত বছর জানুয়ারিতে গাড়ি সংক্রান্ত সমস্যার জন্য জেলা পুলিশ সুপারের অফিসে যান জাহাঙ্গীর। ওখানেই কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী উত্তমের সাথে দেখা হয় জাহাঙ্গীরের। অভিযোগকারী দাবি করে অভিযুক্ত তাকে চাকরির প্রস্তাব দেয়, বিনিময়ে ৯ লক্ষ টাকা দাবি করে। আগস্ট মাসের মধ্যে চাকরি পাইয়ে দেওয়ার দাবিতে অভিযুক্ত জাহাঙ্গীরের থেকে আড়াই লক্ষ টাকা নেয়। সময় পেরিয়ে গেলে জাহাঙ্গীর তার টাকা ফেরত চায়। টাকা ফেরত না পাওয়ায় অভিযোগকারী জাহাঙ্গীর আলি মালদহ জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের দ্বারস্থ হয়।পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তম ঘোষের স্ত্রী টাকা নেওয়ার অভিযোগটি স্বীকার করেন এবং টাকা ফেরত দেবার জন্য আগামী ১০ তারিখ পর্যন্ত সময় চেয়েছে।
সূত্র- আনন্দবাজার
চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ মালদায়

মতামত দিন