রবিবার ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি নাসির আসলাম ওয়ানি বলেন যে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের জনগণের প্রতি তাদের দায়িত্ব ভুলে গেছে। কুপওয়াড়া নির্বাচনী এলাকায় ধারাবাহিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বিজেপি জম্মু-কাশ্মীর শাসনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ন্যাশনাল কনফারেন্স জম্মু-কাশ্মীরের ক্ষমতায় আসলে দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণে সচেষ্ট হবে বলে জানান নাসির। “তরুণ শিক্ষিত এবং মেধাবী চাকরিপ্রার্থীদের অসহায়তার অবসান আমাদের অ্যাজেন্ডায় শীর্ষে থাকবে। আমরা রাজ্যে কর্মসংস্থান বাড়াতে কঠোর পদক্ষেপ নেব”, বলেন তিনি।
সূত্র – গ্রেটার কাশ্মীর
জম্মু-কাশ্মীরে বেকারত্ব নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন ন্যাশন্যাল কনফারেন্স নেতা

মতামত দিন