নিজস্ব সংবাদদাতা: অর্থনৈতিক সংকটের জেরে গত এক বছরে দেশে অন্তত ১০৬৫৫টি ক্ষুদ্র, ছোট, মাঝারি সংস্থা বন্ধ হয়েছে। যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সরকারি হিসেবে বন্ধ হয়ে যাওয়া সংস্থাগুলির যা পরিসংখ্যান দেখানো হয়েছে, বেসরকারিভাবে তা যে অনেক বেশি, এ কথা স্বীকার করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। মানুষ প্রতিনিয়ত কাজ হারাচ্ছেন। ছোট ছোট সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে অথচ সেদিকে কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের রাস্তা পরিষ্কার করছে।
১০ হাজারের ওপর ছোট-মাঝারি সংস্থা বন্ধ হয়েছে দেশে

মতামত দিন