দিল্লি পুলিশ মঙ্গলবার একটি আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, প্রতারণা চক্রটি ই-কমার্স সংস্থা অ্যামাজনে বেকার যুবক-যুবতীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাত। অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ থেকে প্রতারিতদের জাল ওয়েবসাইটের লিঙ্ক পাঠাত। এরপর তারা ভার্চুয়াল ওয়ালেটের মাধ্যমে টাকা দাবি করত। অভিযুক্তরা পরবর্তী কাজের জন্য প্রতারিত বেকার যুবক-যুবতীদের কাছ থেকে আরও অর্থ চাইত।
মঙ্গলবার দিল্লির অশোকবিহারে আরেকটি ভুয়ো কল সেন্টারেরও হদিশ পায় দিল্লি পুলিশ। যেখান থেকে প্রতারিত অর্থ দুবাইতে স্থানান্তরিত হত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র- দ্য ইকোনমিক টাইমস
ভুয়ো কল সেন্টারের মূল চক্রীকে আটক করল দিল্লি পুলিশ

মতামত দিন