নিজস্ব সংবাদদাতা: ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ল এক ভুয়ো চাকরিপ্রার্থী। অসীম সর্দার নামে এই ব্যক্তি ডিএলএড পাশের যে শংসাপত্রটি দেখায় তা ভুয়ো বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভুয়ো এই প্রার্থীকে বিধাননগর পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবারও দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল। পর্ষদ সূত্রে খবর, ইন্টারভিউ চলাকালীন দ্বিতীয়ার্ধে ঘটনাটি ঘটে। এই প্রার্থীর শংসাপত্রের রং, প্রিন্ট ইত্যাদি দেখে যে আধিকারিকরা তথ্য যাচাই করছিলেন তাঁদের সন্দেহ হয়। আধিকারিকদের ডেকে সমস্ত নথি খতিয়ে দেখতেই পরিস্কার হয়ে যায় বিষয়টি ভুয়ো। প্রসঙ্গত, মঙ্গলবার বাপ্পা দেবনাথ নামে একজন ভুয়ো চাকরিপ্রার্থী ধরা পড়েছিল। তিনি উত্তর ২৪ পরগনার গাইঘাটা মরালডাঙার বাসিন্দা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়। এই ভুয়ো প্রার্থীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দেখা যায় ২০১৬ সালে যে রেজিস্ট্রেশন দেখানো হচ্ছে আদৌ ওই নামে ও নম্বরে রেজিস্ট্রেশনই নেই। পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেন, শংসাপত্রে বাঁকুড়ার উত্তরণ কলেজ অফ এডুকেশন-এর নাম রয়েছে।
ফের ধরা পড়ল ভুয়ো চাকরিপ্রার্থী

মতামত দিন