প্রধানমন্ত্রী বেরোজগারি ভাট্টা যোজনায় বেকার যুবক-যুবতীকে মাসে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণাকে গুজব বলে ওড়াল কেন্দ্রীয় সরকার। এর আগে একটি হোয়াটস অ্যাপ মেসেজ থেকে এই বিভ্রান্তি ছড়ায় বলে জানায় কেন্দ্র।
ভারতে বেকারত্ব আকাশ ছুঁয়েছে। ইউনিয়ন সরকারের জনবিরোধী নীতির ফলে দেশে বেকারদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দেশের ১০ শতাংশ মানুষের কাছে ৮০ শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে আছে। ফলত ধনী আরও ধনী এবং গরিব আরও গরিব হওয়ার পথে চলেছে। কর্পোরেটদের কাছে দেশকে বেচে দেওয়ার এই সময়ে সাধারণ মানুষের কথা ভাবার মতো সময় ক্ষমতায় থাকা নেতারদের নেই। আর এ সময় প্রতিমাসে ৬০০০ টাকা দেওয়ার ঘোষণায় বেকারদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কেন্দ্রীয় সরকার এই ঘোষণাকে গুজব বলে ওড়ানোর ফলে বেকারদের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকল।
সূত্র- ইন্ডিয়া ডট কম
বেকার যুবক-যুবতীদের মাসে ৬ হাজার টাকা দেবে না কেন্দ্রীয় সরকার

মতামত দিন