নিজস্ব সংবাদদাতা: ফারাক্কা ব্যারেজে ১৩ ঠিকা শ্রমিক নিয়োগে চলছে দুর্নীতির চেষ্টা, এমনই অভিযোগ। জড়িত আছেন তৃণমূলের নেতারা। গ্রামের যুবকদের দেওয়া হচ্ছে চাকরি বিক্রির টোপ। এর প্রতিবাদে, স্বচ্ছ কর্মী নিয়োগের দাবিতে সোমবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল সিপিআই(এম) ফারাক্কা উত্তর এরিয়া কমিটি। এদিন ফারাক্কায় মিছিল করে জেনারেল ম্যানেজারের অফিসের বাইরে বিক্ষোভ সভা করে সিপিআই(এম)। দেওয়া হয় ডেপুটেশন।
ফারাক্কা ব্যারেজের কাজে ক্ষতিগ্রস্ত জমিহারাদের নিয়োগে অগ্রাধিকার, ছাঁটাই হওয়া শ্রমিকদের ও কাজ হারানো মাঝিদের নিয়োগে অগ্রাধিকারের দাবিও জানিয়েছে সিপিআই(এম)। ঠিকা শ্রমিকদের পিএফ, ইএসআই সহ সুযোগ- সুবিধা দেওয়ার দাবিও জানানো হয়। পলাশী ও ফারাক্কা গ্রামে উন্নয়নের চুক্তি করেছিলেন ব্যারেজ কর্তৃপক্ষ, কিন্তু সেই কাজ অনেকটাই বাকি রয়েছে। উন্নয়নের কাজ দ্রুত শেষ করার দাবিও জানানো হয়।
ঠিকা শ্রমিক নিয়োগে দুর্নীতি ঠেকাতে মিছিল ফারাক্কায়

মতামত দিন