নিজস্ব প্রতিবেদন: উত্তর বারাকপুর পুরসভার অন্তর্গত দেবীতলা ও নবাবগঞ্জ ফেরিঘাট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এ বিষয়ে স্থানীয় মানুষদের ক্ষোভ অনেকদিনের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গরিব মানুষেরা। এই দুটি ঘাট উত্তর ২৪ পরগনা জেলার সঙ্গে হুগলি জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। অনেক কম পয়সায় পারাপার করে জিনিসপত্র কেনাবেচা করতেন নিম্নবিত্ত মানুষেরা। এছাড়াও শ্রমিকরা এই ফেরিঘাট দুটি ব্যবহার করে কলকারখানায় যেতেন। দীর্ঘ আট বছর ফেরিঘাট দুটি বন্ধ থাকার কারণে ঘুরপথে অনেক বেশি টাকা খরচ করে তাঁরা যাতায়াত চালিয়ে যেতে বাধ্য হন।
ফেরিঘাট চালুর দাবিতে বুধবার উত্তর বারাকপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। তারা ডেপুটেশনও জমা দেয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিএম-এর গার্গী চ্যাটার্জি, সুবীর মৌলিক, বিষ্ণু বিশ্বাস-সহ অনান্য নেতৃবৃন্দ।
উত্তর বারাকপুরে দুটি ফেরিঘাট চালু করার দাবিতে বিক্ষোভ

মতামত দিন