নিজস্ব সংবাদদাতা: সমস্ত স্থায়ী শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে গণডেপুটেশন দিলেন খাদ্য ও সরবরাহ বিভাগের কর্মচারীরা। শুক্রবার পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ কর্মচারী সমিতির পক্ষ থেকে ১৬ দফা দাবির ভিত্তিতে কলাকাতায় খাদ্য ভবনের সামনে গণডেপুটেশনের কর্মসূচি হয় টিফিনের বিরতিতে।
গত ১০ মার্চের ধর্মঘটের বিশাল সাফল্যকে সংহত করে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ কর্মচারী সমিতির পক্ষ থেকে এদিন বিভাগের ক্যাডারগত এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে খাদ্য সচিবের কাছে গণডেপুটেশন দেওয়া হয়। মূলত যে দাবিগুলি নিয়ে এই গণডেপুটেশনের কর্মসূচি হয়, তা হলো বিভাগের সমস্ত স্থায়ী শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি, প্রকৃত কৃষকের কাছ থেকেই চাল সংগ্রহ, সকল জনগণের হাতে ডিজিটাল রেশন কার্ড প্রদান সহ ষোল দফা দাবি।
শূন্যপদে নিয়োগের দাবিতে ডেপুটেশন

মতামত দিন