বাম শাসিত কেরালার কে আর নারায়ণন ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভিস্যুয়াল সাইন্স অ্যান্ড আর্টস-এর অধ্যক্ষ শঙ্কর মোহনের বিরুদ্ধে জাতপাতের ভিত্তিতে কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্যানিটেশন কর্মীদের তাঁর সরকারি বাসভবনে গার্হস্থ্য শ্রম করাতে বাধ্য করেন এবং একজন দলিত ছাত্রকে ভর্তি করতে অস্বীকার করেন।
প্রসঙ্গত, কেরালার এই কলেজটির নাম ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতির নামে নামাঙ্কিত। সেখানে এই ঘটনায় হতবাক সেই কলেজের কর্মী ও পড়ুয়ারা অর্থাৎ ভবিষ্যতের চাকরিপ্রার্থীরা। কলেজের ছাত্র সংগঠনের তরফ থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে। এছাড়াও এই ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা অনির্দিষ্টকালীন ধর্মঘটেরও ডাক দিয়েছেন।
ছাত্র সংগঠন আরও বলেছে যে শঙ্কর মোহন যথাযথ পরামর্শ ও পর্যবেক্ষণ ছাড়াই ইনস্টিটিউটের দেওয়া তিন বছরের কোর্সকে দু’বছরে সংক্ষিপ্ত করেছেন। যার ফলে পড়ুয়াদের সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে কাজের ক্ষেত্রেও তা প্রভাব ফেলবে বলেও মনে করছেন পড়ুয়ারা।
সূত্র- মাকতুব
কেরালার কলেজে জাতপাতের ভিত্তিতে কর্মীদের হেনস্থা, পড়ুয়ারাও অসাম্যের শিকার

মতামত দিন