বেকারদের সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের হদিশ মিলল হরিদ্বারে। বৃহস্পতিবার পুলিশ জানায়, এই ঘটনায় এক মহিলা-সহ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারকদের নাম বিজয় নটিয়াল, রেণু, নীতিন এবং সিদ্ধার্থ। পুলিশ আধিকারিকরা জানান, তাঁরা হরিদ্বার এবং দেশের অন্যান্য অংশ থেকে ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছেন, যার ভিত্তিতে একটি অভিযান চালানো হয় এবং চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ সূত্রে জানা গেছে একজন অভিযুক্ত পলাতক। অভিযুক্তের নামে ১০০০০ টাকার নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, একজন ভুক্তভোগী প্রতারণার কথা জানতে পেরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে প্রতারণা চক্রটির কার্যকলাপ সামনে আসে। এই চক্রটি রুরকি, বহদারাবাদ, ম্যাঙ্গালোর, কালিয়ার এবং হরিদ্বার-সহ দেশের বিভিন্ন অংশ থেকে লোকেদের প্রতারণা করেছে বলে অভিযোগ। হরিদ্বারের এসএসপি অজয় সিং বলেন, “পুলিশ তাদের কাছ থেকে জাল নিয়োগ শংসাপত্র, জাল মার্কশিট, ৯০০০০ টাকা নগদ, এক ডজন মোবাইল, সেনাবাহিনী ও পুলিশের ইউনিফর্ম উদ্ধার করেছে।”
সূত্র- দ্য প্রিন্ট
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, হরিদ্বারে গ্রেফতার ৪

মতামত দিন