কসবার বাসিন্দা শুভাশীষ বন্দ্যোপাধ্যায়কে ৭ জানুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন করা হয়। ফোন করে তাঁর মেয়েকে মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার কথা জানানো হয়। ফোনের ব্যক্তি তাঁকে প্রতিশ্রুতি দেয় যে মেয়েকে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেবে।
শুভাশীষ বন্দ্যোপাধ্যায়কে ১২ হাজার ৫০০ টাকার একটি ব্যাংকের ড্রাফট সহ মেয়েকে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে যান। তিনি এরপর জানতে পারেন কলেজে মেয়েকে ভর্তির কাগজপত্র সবটাই জাল। মেডিক্যালে ভর্তির বড়সড়ো এক প্রতারণা চক্রের হদিশ পাওয়া যায়।
পুলিশ এই চক্রের চার পাণ্ডাকে ধরেছে। পুরো বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। মেডিক্যালে ভর্তির নামে অনেকদিন ধরে এই প্রতারণা হয়ে আসছে।
সূত্র – ফোকাস বেঙ্গল
বড় প্রতারণা চক্রের হদিশ পশ্চিমবঙ্গে

মতামত দিন