স্কুলে চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাকরি তো জোটেই নি কপালে, জমি-সোনাদানা, বাইকবিক্রি করে যে টাকা ওই হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে দিয়েছিলেন, তা-ও ফেরত পাচ্ছেন না। টাকা ফেরতের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন দিনহাটা ২ নম্বর ব্লকের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কালমাটি গ্রামের বাসিন্দা আসকর আলি মণ্ডল ও আশরাফুল আলম মল্লিক নামে ওই দুই যুবক।
একাধিকবার প্রশাসনের দরজায় দরজায় ঘুরে টাকা ফেরত না পেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন প্রতারিত দুই যুবক। টাকা ফেরতের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন সীমান্ত গ্রামের প্রতারিত ওই দুই যুবক।
সূত্র- টিভি নাইন বাংলা
ঘটি-বাটি বেচে ঘুষ দিয়েছিল, চাকরি না পেয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ২ যুবক

মতামত দিন