নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ৬ লাখ টাকা প্রতারণার অভিযোগে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম ইচ্ছা সিনহা দাস। মহিলা আগেও অন্য একটি মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় সে। তাঁর কাছ থেকে মোটা টাকাও নেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত।
তদন্তে নেমে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আগেও মহিলার বিরুদ্ধে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া ও সরকারি নথি জালের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। বর্তমানে নরেন্দ্রপুর থানার পুলিশ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের তদন্ত শুরু করেছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা

মতামত দিন